॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদার সাথের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০শে ফেব্রুয়ারী সন্ধ্যায় ওসি’র অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রঘুনন্দন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল, বার্তা ২৪ ডটকমের জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া, মাতৃকণ্ঠের প্রতিনিধি তনু সিকদার সবুজ, বাংলাদেশ বার্তার উপজেলা প্রতিনিধি গোলাম মোর্তবা রিজু, ডিবিসি নিউজের প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শহিদুল মিয়া মিলন, দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি পারভেজ মিয়া, দৈনিক দিনের খবরের প্রতিনিধি রুহুল আমিন বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বলিয়াকান্দি থানার একেএম আজমল হুদা সাংবাদিদের উদ্দেশ্য করে বলেন, নির্বাচনকালীন সময়ে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজার রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য সাংবাদিকদের সাথে বসা হয়নি। পুলিশ-সাংবাদিক সমন্বিতভাবে কাজ করলে দেশ ও জাতি উপকৃত হয়। জঙ্গীবাদ-মাদক-বাল্য বিবাহের পাশাপাশি আত্মহত্যা বালিয়াকান্দির একটি বড় সমস্যা। এসব সমস্যা মোকাবেলায় পুলিশ সুপারের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে আপনাদের সাথে নিয়ে আরো ভাল কাজ করতে পারবো বলে আমি আশাবাদী। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদার বলেন, মাদক, জঙ্গীবাদ, বাল্য বিবাহ প্রতিরোধে বালিয়াকান্দি থানার পুলিশ প্রশংসনীয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি পেশাগত দায়িত্ব পালনে থানা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য্য, এসআই নূর মোহাম্মদ, এসআই রেজাউল করিম, এএসআই সোহেল রানা, মোঃ আজিজ, মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।