॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ডাঃ আবুল হোসেন ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ও ট্রাস্টকারী রাজবাড়ীর কৃতি সন্তান ডাঃ আবুল হোসেন ট্রাস্টের উন্নয়ন কাজের জন্য গতকাল ১৯শে ফেব্রুয়ারী সকালে ট্রাস্ট পরিচালনা বোর্ডের সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
জেলা প্রশাসকের সরকারী বাসভবনের গোলঘরে এই চেক হস্তান্তরের সময় ট্রাস্টি বোর্ডের সদস্য সাবেক জেলা জজ মোঃ শামসুল হক, ডাঃ মোঃ নাজমুল হোসেন এবং মোঃ আব্দুর রবসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডাঃ আবুল হোসেন তার মালিকানাধীন রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়ায় অবস্থিত আলহাজ্ব এম.এ করিম শিশু সদন, এবতেদায়ী মাদ্রাসা ও জাদুঘরসহ ২ কোটি টাকার অধিক স্থাপনা ও জমি এবং ২০ লক্ষ টাকার এফডিআর ট্রাস্ট দলিল নং-৪৩, তাং-০৪/০১/২০১৬ ইং মূলে জেলা প্রশাসককে সভাপতি করে গঠিত ট্রাস্টি বোর্ডে ন্যস্ত করেন।