॥হেলাল মাহমুদ॥ আর দু’দিন পরই অমর একুশে ফেব্রুয়ারী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশসহ বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হবে। ৫২’তে এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন উৎসর্গ করেছিল তারা ছিল শিক্ষার্থী। অথচ স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরে এসেও রাজবাড়ী জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী জানান, রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় ৭৪টি মাদরাসা রয়েছে। এর মধ্যে মাত্র ১টিতে শহীদ মিনার রয়েছে। বাকী ৭৩টিতে কোন শহীদ মিনার নেই। এছাড়া ১৪৮টি হাই স্কুলের মধ্যে ৯৩টিতে শহীদ মিনার রয়েছে। বাকী ৫৫টিতে শহীদ মিনার নেই।
অপরদিকে প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে খোঁজ নিয়েও প্রায় একই রকমের চিত্র পাওয়া গেছে। রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার জানান, উপজেলার ১৩৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০টিতে শহীদ মিনার আছে। বাকী ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস জানান, উপজেলার ৯৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতে শহীদ মিনার আছে। বাকী ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক জানান, উপজেলার ৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪টিতে শহীদ মিনার আছে। বাকী ৪৭টিতে শহীদ মিনার নেই। পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন জানান, উপজেলার ১২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫টিতে শহীদ মিনার আছে। বাকী ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই।