॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধ সুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিচারকদের রায়ে জামালপুরের নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।