রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

এনাবিয়া চেরিটেবল অর্গানাইজেশনের উদ্যোগে পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

॥শিহাবুর রহমান॥ বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান এনাবিয়া চেরিটেবল অর্গানাইজেশনের বৃত্তি প্রদানকৃত ছাত্র-ছাত্রীদের ৫ম বার্ষিক পুরস্কার বিতরণ ও প্রতিষ্ঠানটির পুনর্মিলনী গত ১৩ই ফেব্রুয়ারী রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনাবিয়া চেরিটেবল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী লিলি আক্তার কুমকুম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির লক্ষ্য ও ভবিষ্যত কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অপর প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী মুহাম্মদ আব্দুস সালাম।
অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা নার্গিস আক্তার মুনমুন ও অর্থ পরিচালক ইয়াছমিন আক্তার পিয়া বক্তব্য দেন।
এছাড়াও প্রতিষ্ঠানটির নির্দেশিকা ভিডিও প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লিপা আক্তার তিন্নি। বক্তব্য শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও উপহার সামগ্রী পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী মুহাম্মদ আব্দুস সালাম বলেন, এনাবিয়া চেরিটেবল অর্গানাইজেশনটি প্রতিষ্ঠার পর থেকেই গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি করে আসছে।
এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায়দের মধ্যে ঘর উত্তোলন, শাড়ী কাপড় বিতরণ, শীতবস্ত্র প্রদান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান, কন্যা দায়গ্রস্ত পরিবারকে সহযোগিতা ও বিনা সুদে লোন বিতরণ করে আসছে।
আগামীতে নারী শিক্ষা প্রোগ্রাম, স্বাস্থ্য বা পরিবেশ উন্নয়ন প্রকল্প, শিশু তরুণ ও প্রাপ্ত বয়স্কদের শিক্ষা প্রোগ্রামসহ সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠানটি। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এনাবিয়া চেরিটেবল অর্গানাইজেশন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!