॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ ‘চিকিৎসা সেবা নিয়ে বাণিজ্য বন্ধ করুন, নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করুন’-শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ চিকিৎসা চাই’ এর বালিয়াকান্দি উপজেলা শাখার আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১১ই ফেব্রুয়ারী বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবে সংগঠনের উপজেলার কমিটির সভাপতি গোলাম মোর্তবা রিজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার গোস্বামী, অন্যান্যের মধ্যে উপজেলা কমিটির সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুক, সদস্য মেহেদী হাসান মাসুদ, ডাঃ জমির উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মিলন মিয়া, সাংবাদিক কামরুজ্জামান কামরুল ও তনু সিকদার সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ নিরাপদ চিকিৎসার দাবীতে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।