শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি

  • আপডেট সময় রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ৬ষ্ঠ দিনে গতকাল ৯ই ফেব্রুয়ারী রাজবাড়ী জেলায় মোট ৬৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং অসদুপায় অবলম্বনের দায়ে ১জনকে বহিষ্কার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ৯টি মূল কেন্দ্র ও এর অধীন একাধিক ভেন্যু কেন্দ্র্রে গতকালের গণিত পরীক্ষায় ১২ হাজার ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৩৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। ৫১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। দাখিল পরীক্ষার ৬টি মূল কেন্দ্র ও এর অধীন ভেন্যু কেন্দ্রগুলোতে গতকালের ইংরেজী ১ম পত্র পরীক্ষায় ১ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬৫৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এসএসসি/দাখিল(ভোকেশনাল) পরীক্ষার ৪টি কেন্দ্র ও এর অধীন ভেন্যু কেন্দ্রগুলোতে গতকালের পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ১ হাজার ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন কোন কেন্দ্রের কোন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়নি। জেলার সকল পরীক্ষা কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী পাংশা উপজেলার মাছপাড়া কলেজ, মাছপাড়া উচ্চ বিদ্যালয়, পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, পাংশা সিদ্দিকীয়া মাদ্রাসা, পাংশা পাইলট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পাংশা আইডিয়াল গার্লস কলেজ ও শাহজুঁই কামিল মাদ্রাসা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!