॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বসবাসরত বিশ্বের ৩৫টি দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে সংগঠন ‘প্রবাসী ফোরাম’-এর উদ্যোগে গতকাল ৩রা ফেব্রুয়ারী কম্বল বিতরণ করা হয়।
গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার সবকটি(চারটি) ইউনিয়নের মসজিদের ইমাম ও কিছু মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়।
গতকাল রবিবার বিকেলে দৌলতদিয়া ঘাট ভিআইপি রেস্ট হাউজে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবক সদস্য লুৎফর রহমানের সঞ্চালনায় দুই দিনব্যাপী কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসী ফোরামের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর হোসেন মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুদ্দিন মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লা, প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবক সদস্য মাহাফুজুর রহমান মিলন, সাংবাদিক আসজাদ হোসেন আজু শিকদার, আবুল হোসেন মোল্লা, কুদ্দুসুল আলম, প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবক সদস্য মইনুল হক মৃধা, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, এসএম নুরুল ইসলাম, শরিফুল ইসলাম, সিঙ্গাপুর প্রবাসী আব্দুল মজিদ বিশ^াস, রহিম লাভলু প্রমূখ।