॥রঘুনন্দন সিকদার॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোট ১৪জন প্রার্থী দলীয় মনোনয়নের আবেদন দাখিল করেছেন।
তাদের মধ্যে ৪জন চেয়ারম্যান পদে, ৪জন ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে এবং ৬জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন।
গত ২৬শে জানুয়ারী থেকে গতকাল ২৮শে জানুয়ারী দুপুর ১২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণের নিকট প্রার্থীরা মনোনয়নের আবেদন ফরম জমা দেন।
চেয়ারম্যান পদে মনোনয়নের আবেদন দাখিলকারীরা হলেন ঃ বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ফকরুজ্জামান মুকুট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নের আবেদন দাখিলকারীরা হলেন ঃ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ হারুন ও সনজিৎ রায়, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম তুহিন এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু তারেক বাবলু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি নুরুল আমিন বিশ্বাসের সহধর্মিনী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বাসন্তি সান্যাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উষা মহিলা সংস্থার সভানেত্রী মফিজা খানম, রোমানা কবির এবং বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য কোহিনূর সেলিম মনোনয়নের আবেদন দাখিল করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ ২৯শে জানুয়ারী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ৩ জন করে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণ করা হবে।
আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদন জমাদানের শেষ দিনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম জমা দেন।