॥স্টাফ রিপোর্টার॥ আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে নিয়ে যাওয়া অটোরিক্সা মুন্সিগঞ্জের গজারিয়া থেকে উদ্ধার করাসহ প্রতারক চক্রের অন্যতম হোতা তাসলিমা বেগম(৩৫) নামের এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া মহল্লার শাহজাহান মিয়ার স্ত্রী। শাহজাহান মিয়াও একজন আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। তাকেও গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।
পুলিশ জানায়, গত ২৩শে ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার চর ধোপাখালী গ্রামের লিয়াকত শেখের ছেলে সজিব শেখ খালু নায়েব আলী শেখের একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে যাত্রী পরিবহন করছিল। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোয়ালন্দের মোকবুলের দোকান নামক এলাকায় আসলে পথিমধ্যে অজ্ঞাত এক ব্যাক্তি ও সাথে থাকা নারী তাদেরকে পরিবহনে উঠতে থামানোর সংকেত দেন। পরে তারা কিছুদূর আসার পর স্থানীয় মোস্তফা মেটালস নামের প্রতিষ্ঠানের কাছে নির্ধারিত ভাড়া ১০টাকার পরিবর্তে ১০০ টাকা দিয়ে নেমে পড়েন। ইতিমধ্যে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে ফের ওই অটোরিক্সায় ওঠে গোয়ালন্দ ঘাটের দিকে যাওয়ার কথা বলে। এ সময় কিছুদূর যাওয়ার পর অজ্ঞাত আরো এক ব্যক্তি উঠে। এরা কয়েক গজ সামনে যেতেই ফের গাড়ি থামাতে বললে রাস্তার বিপরীত পাশে দাড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে গাড়ির চাবি আনতে বলে। প্রথমে রাজি না হলে তারা নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়। পরে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারের কাছে যাওয়া মাত্র গাড়িটি দ্রুত ফরিদপুরের দিকে চলে যায়। একই সময় তিনি ফিরে তাকিয়ে দেখেন তার অটোরিক্সা নেই। পরে স্থানীয়দের থেকে জানতে পারেন ওই তিনজন লোক অটোরিক্সা নিয়ে দ্রুত চলে গেছে। কিছুদূর যাওয়ার পর একটি কার্ভাড ভ্যানে অটোরিক্সাটি তুলে ফরিদপুরের দিকে চলে যায়। এ সময় গাড়িতে থাকা সজিবের মুঠোফোনে বার বার ফোন করলে দুর্বৃত্তরা ধরে জানায় তারা গাড়িটি ছিনতাই করেছে। এমনকি গোয়ালন্দ থেকে আরো তিনটি অটোরিক্সা ছিনতাই করেছে। গাড়ি নিতে হলে ৩০হাজার টাকা দিতে হবে। পরে তাদের দেওয়া বিকাশ নম্বারে কিছু টাকা পরিশোধ করলে বিষয়টি গত ৪ঠা জানুয়ারী গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানায়। পরে অটোরিক্সা চালকের মুঠোফোন ট্র্যাকিং করে জানতে পারেন গাড়িটি মুন্সিগঞ্জের গজারিয়ায় রয়েছে। গজারিয়া থানা পুলিশের সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানার এস.আই সনাতন কুমার মন্ডল গত ৪ঠা জানুয়ারী সন্ধ্যায় চক্রের অন্যতম হোতা তাসলিমা বেগমের বাড়ি থেকে অটোরিক্সা উদ্ধারসহ গ্রেপ্তার করে। এ সময় তার স্বামী বাড়ি না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তাসলিমা বেগমের স্বামী শাহজাহান মিয়া আন্তঃ জেলা ডাকাত দলের অন্যতম সদস্য। তার নামে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ একাধিক থানায় ডাকাতি মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, অটোরিক্সা চুরির মামলা দায়েরের পর প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে গজারিয়ার নিজ বাড়ি থেকে অটোরিক্সাসহ চোর চক্রের অন্যতম হোতা তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। চক্রটি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অপরাধ করতো। এছাড়া আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে।