শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিপুল ভোটে রাজবাড়ীর ২টি আসনে আ’লীগ প্রার্থী কাজী কেরামত ও জিল্লুল হাকিম পুনরায় নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী ও মোঃ জিল্লুল হাকিম বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গতকাল ৩০শে ডিসেম্বর রাত সোয়া ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত কন্ট্রোল রুম থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী প্রাথমিকভাবে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী(নৌকা) ২লক্ষ ৩৮হাজার ৯১৪ ভোট পেয়ে ৫ম বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে ৩৩হাজার ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ২লক্ষ ৫হাজার ৯১৪টি।
প্রাপ্ত ভোটের মধ্যে রাজবাড়ী-১ আসনের সদর উপজেলায় নৌকা ১লক্ষ ৭৭হাজার ৩২৫ ভোট এবং গোয়ালন্দ উপজেলায় পেয়েছে ৬১ হাজার ৫৮৯ ভোট। ধানের শীষ রাজবাড়ী সদর উপজেলায় পেয়েছে ২৪হাজার ৪৭৪ ভোট এবং গোয়ালন্দ উপজেলায় ৮হাজার ৫২৬ ভোট পেয়েছেন।
এছাড়াও অপর প্রার্থী ইসলামী আন্দোলন্দের জাহাঙ্গীর আলম খান ওরফে জাহিদ হাসান(হাতপাখা) পেয়েছেন ৩হাজার ৮৩৪ ভোট। এর মধ্যে সদর উপজেলায় ২হাজার ৩৮৭ ভোট ও গোয়ালন্দ উপজেলায় ১হাজার ৪৪৭ ভোট।
অপরদিকে রাজবাড়ী-২ আসনে মোঃ জিল্লুল হাকিম নৌকা প্রতীকে ৩ লক্ষ ৯৮ হাজার ৯৭৪ ভোট পেয়ে চতুর্থ বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারপ্রাপ্ত ভোটের মধ্যে কালুখালী উপজেলায় ১ লক্ষ ২ হাজার ১০৪, বালিয়াকান্দি উপজেলায় ১ লক্ষ ৩৩ হাজার ৫১২, পাংশা উপজেলায় ১ লক্ষ ৬৩ হাজার ৩৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু ধানের শীষ প্রতীকে ৫হাজার ৪৭৫ ভোট পেয়েছেন। এর মধ্যে (কালুখালীতে ৯৯৬, বালিয়াকান্দিতে ৩ হাজার ৫৪৭, পাংশায় ৯৩২) ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩ লক্ষ ৯৩ হাজার ৫৩৯টি।
অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী প্রাক্তন এমএনএ আলহাজ্ব এডভোকেট এবিএম নুরুল ইসলাম(লাঙ্গল) ১হাজার ৮৩৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের প্রার্থী আলহাজ্ব নূর মোহাম্মদ মিয়া(হাতপাখা) ১হাজার ৭৪৯ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোট সংগঠনের প্রার্থী নাজমুল হাসান(ছড়ি) ১হাজার ৫ভোট পেয়েছেন।
অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনে ৫স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দুইটি সংসদীয় আসনের মোট ৩১২টি ভোট কেন্দ্রের মধ্যে ১৮৭টি ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) এবং ১২৫টি ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়। দুইটি আসনে মোট ৮ লক্ষ ৯ হাজার ৯৩ জন ভোটারের মধ্যে ৬ লক্ষ ৮৮ হাজার ৯৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। জেলার ২টি আসনে কাষ্টিং ভোটের হার প্রায় ৯০ %। তবে কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুর হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। শান্তিপূর্ণ পরিবেশে নারী ও পুরুষ ভোটাররা ভোট দিয়েছেন। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে ছিল উৎসব মুখর পরিবেশ। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলী রাজবাড়ী শহরের এবং কালুখালী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
সকালে ভোটগ্রহণের শুরুর পর রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তবে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নির্বাচনের ভোট দেননি। তবে দুপুর ১টার পরে তিনি কয়েকজন সাংবাদিকের মোবাইলে ফোন করে নির্বাচন বর্জন করেছেন বলে জানান। তবে এ ব্যাপারে কোন সাংবাদিক সম্মেলন হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!