মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে গতকাল ১৩ই ফেব্রুয়ারী বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ আহম্মদ খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার বিউটি এবং সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আ.ন.ম আবুজর গিফারী। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ নেফাজ উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, সদর উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ ও প্রফেসর শংকর চন্দ্র সিনহা প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা, সাফল্য অর্জনসমূহ, রাজবাড়ী জেলার উন্নয়ন চিত্র(জেলা প্রশাসনের ডিজিটাল কার্যক্রম, জনসেবাধর্মী ও সৃজনশীল উদ্ভাবনীমূলক কার্যক্রম) এবং জেলার সরকারী দপ্তরগুলোর উন্নয়নমূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ফেসবুকে ডিসি রাজবাড়ী আইডির মাধ্যমে নাগরিক অভিযোগ গ্রহণ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও উন্নতকরণের মাধ্যমে সকল সরকারী সেবা প্রদানে সাহায্য করা, ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ গ্রহণ, জেলা/উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ, সুইমিং পুল সংস্কার ও সাঁতার প্রশিক্ষণ চালু, মানসম্মত শিক্ষা বিস্তারের পদক্ষেপ, জেলাকে ভিক্ষুক মুক্তকরণ/ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ, পাংশা সাব-রেজিস্ট্রি অফিস, টিটিসি, গোয়ালন্দ ঘাট থানা, যুব উন্নয়ন কেন্দ্র ও পিটিআই সেন্টার নির্মাণ, ৪৭.৭৩ কিলোমিটার সড়ক উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের ২টি আবাসস্থল নির্মাণ, ৩৮টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি ইউনিয়ন পরিষদ ভবন ও ১টি উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, জেলার প্রায় ২ লক্ষ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৪৬ কোটি টাকা ব্যয়ে ২.৫ কিলোমিটার স্থায়ী নদীর তীর সংরক্ষণ, সমাজসেবা বিভাগ কর্তৃক ১১৮৩ জন মুক্তিযোদ্ধা, ২৩৪০৬ জন বয়স্ক নাগরিক, ৭৬৩২ জন বিধবা ও স্বামী পরিত্যাক্তা এবং ৩২১৯ জন অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতা প্রদান, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১০৮৮ জনকে প্রশিক্ষণ প্রদান ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!