শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সুজন আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত মাত্র ১জন প্রার্থী!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

॥হেলাল মাহমুদ॥ সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১৯শে ডিসেম্বর বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রাজবাড়ী-১ (সদর, গোয়ালন্দ) আসনের প্রতিদ্বন্দ্বী ৩জন প্রার্থীর মধ্যে শুধুমাত্র ইসলামী আন্দোলনের জাহাঙ্গীর আলম খান ওরফে জাহিদ হাসান (হাতপাখা) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী কাজী কেরামত আলী(নৌকা) এবং বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) উপস্থিত হননি। অনুষ্ঠানে গনমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্যনীয় হলেও আয়োজনে ছিল ঢিলেঢালা।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ইসলামী আন্দোলনের প্রার্থী জাহাঙ্গীর আলম খান ওরফে জাহিদ হাসানকে শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় তিনি তার বক্তব্য তুলে ধরেন এবং উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সুজনের জেলা শাখার সভাপতি শাহিনুর বেগম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাবু, কেন্দ্রীয় প্রতিনিধি খোরশেদ আলম, টিআইবি সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান দুই প্রার্থী ছাড়া শুধুমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থী উপস্থিত থাকায় সুজনের এই অনুষ্ঠান কার্যতঃ ব্যর্থ হয়। হাতেগোনা যে কিছু সংখ্যক মানুষ উপস্থিত ছিল তারাও মূলতঃ সুজনসহ কয়েকটি এনজিও’র কর্মী এবং ইসলামী আন্দোলনের প্রার্থীর বা চরমোনাইয়ের পীরের সমর্থক। সাধারণ মানুষের উপস্থিতি ছিল না বললেই চলে। বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!