॥প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক সাক্ষরতা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৭ই ডিসেম্বর সকালে মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিরক্ষর শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা, কলম ও অন্যান্য উপকরণ বিতরণের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার গোলাম মহিউদ্দিন, প্রকল্পটির বাস্তবায়নকারী এনজিও পল্লী মুক্তি সংস্থা (পিএমএস)’র নির্বাহী পরিচালক আবুল কাশেম এবং প্রকল্প কর্মকর্তা ইয়াছিন মোল্লাসহ প্রকল্পের সকল সুপারভাইজার ও মাজবাড়ী ইউনিয়নের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এই প্রকল্পের আওতায় কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ১৮হাজার নিরক্ষর নারী-পুরুষকে শিক্ষাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।