সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ভান্ডারিয়া দরবার শরীফের পীর মোজাম্মেল হকের দাফর সম্পন্ন

  • আপডেট সময় রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

1॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া দরবার শরীফের পীর ও ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ¦ হযরত মাওলানা মোঃ মোজাম্মেল হক (৯৩)কে নামাজে জানাযা শেষে গতকাল ১৫ই ডিসেম্বর বিকেল ৩টায় মাদরাসা প্রাঙ্গনে দাফর সম্পন্ন করা হয়েছে।
এর আগে বিকেল পৌনে ৩টায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার মেঝপুত্র ও বর্তমান গদ্দিনশীল পীর এবং ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল এরশাদ সিরাজুম্মুনির জানাযায় ইমামতি করেন।
জানাযায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, ফুরফুরা শরীফের গদ্দীনশীল পীর মাওলানা আবু বক্কার আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশি, ঢাকার দারুল নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আখম আবু বকর ছিদ্দিক ও হযরত মাওলানা মাহাবুবুর রহমান আব্বাসী প্রমুখ বক্তব্য রাখেন।
মরহুমের জানাযায় প্রায় ১০/১২হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ভান্ডারিয়া দরবার শরীফের পীর এবং ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মোজ্জাম্মেল হক গত ১৪ই ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৬সন্তানসহ অসংখ্য ছাত্র, ভক্ত ও মুরীদ রেখে গেছেন। মরহুমের রূহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!