সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে পুরনো কাপড় বেচা-কেনা জমে উঠেছে

  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

॥চঞ্চল সরদার॥ শীতের তীব্রতা দিন দিন বাড়তে থাকায় রাজবাড়ীর নিম্নআয়ের মানুষেরা গরম কাপড় কেনার জন্য ছুটছে ফুটপাতের দোকানগুলোতে। এর ফলে দোকানগুলোর বেচা-কেনা জমে উঠেছে।
রাজবাড়ী শহরের ১নং রেলগেট থেকে ২নং রেলগেট পর্যন্ত প্রায় ১০০ জন বিক্রেতা প্রতিদিন তাদের শীতের কাপড়ের পসররা সাজিয়ে বসছেন। সকাল থেকে রাত ৯/১০টা পর্যন্ত চলছে তাদের বেচা-কেনা। ‘আসেন আসেন, বাইছ্যা লন-দেইখ্যা লন, শেষ-শেষ, এক দাম এক রেট’ এ রকম বিভিন্ন হাঁকডাকে মুখরিত থাকে এসব দোকানগুলো। এসব দোকানে সব বয়সের মানুষের শীতের কাপড়ই পাওয়া যায়।
বাচ্চু খান নামে এক বিক্রেতা বলেন, ‘শীত যত বেশী পড়বে ব্যবসাও তত বেশী হবে। মোটামুটি এখন ভালোই বিক্রি করছি। এখানে ধনী-গরীব, নিম্নবিত্ত-মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষই আসেন কোনাকাটা করতে। আমরা চট্টগ্রাম-রাজশাহীসহ বিভিন্ন স্থান থেকে এই মালগুলো কিনে আনি। আমার এখানে ৫০ টাকা থেকে শুরু করে ২হাজার টাকা দামের পোশাক পর্যন্ত আছে। এবার সোয়েটার ও জ্যাকেট বেশী বিক্রি হচ্ছে।’
এখানকার ফুটপাত থেকে গরম কাপড় কিনতে আসা শাাহেব আলী নামের একজন টেইলার্স কর্মী বলেন, ‘এখানে কম দামে শীতের অনেক পোশাক পাওয়া যায়। আমরা নেড়ে-চেড়ে, বেছে, দেখে-শুনে দরদাম করে কিনতে পারি। আমার মতো নি¤œ আয়ের মানুষের তো শপিং মল থেকে কেনাকাটা করা সম্ভব না, তাই আমি এখান থেকে ২টা প্যান্ট কিনেছি ছেলের জন্য ১০০ টাকা দিয়ে। এটাই যদি শপিং মল থেকে কিনতে যেতাম তাহলে অনেক টাকা লাগতো। জিনিসগুলোও মোটামুটি ভালো আছে। তাই আমি সন্তুষ্ট।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!