॥মনির হোসেন॥ যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে মৃগী ইউনিয়নে শহীদ দিয়ানত আলীর কবরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদ দিয়ানত ডিগ্রী কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।
এরপর শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। দোয়া-মোনাজাত শেষে সেখানেই শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী ওহিদুল ইসলাম জোয়ার্দ্দার, শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অধ্যক্ষ আয়ুব আলী খালাসী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী ও সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনাকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন, মুক্তিযোদ্ধারা কোন দলের নয়-তারা সমগ্র জাতির গর্ব। আমাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আলোয় আলোকিত করতে হবে।