॥স্টাফ রিপোর্টার॥ দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলাা প্রতিনিধি হেলাল মাহমুদের পিতা মরহুম সহিদুল ইসলামের ৩য় বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পারিবারিকভাবে গতকাল ৯ই ডিসেম্বর বাদ মাগরিব গোয়ালন্দ দাখিল মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গোয়ালন্দ বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সহিদুল ইসলাম ২০১৫ সালের ৯ই ডিসেম্বর গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল মাস্টারপাড়ার নিজ বাড়ীতে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রূহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।