॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় গতকাল ২রা ডিসেম্বর বিকালে সাব-রেজিস্ট্রার অফিস উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ শওকত আলী প্রধান অতিথি হিসেবে রতনদিয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে এই ক্যাম্প অফিস উদ্বোধন করেন।
দলিল লেখক, সহকারী দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলা সাব-রেজিস্ট্রার(অঃ দাঃ) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুব ও সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ সিদ্দিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম আবু ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা, মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন ও জাকির হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা তনয় চক্রবর্তী শম্ভু, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিছুল হক বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ্ আজিজ, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী মবি এবং দলিল লেখক হারুণ অর রশিদ ও রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, ২০১০ সালে কালুখালী উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পরও উপজেলাবাসীকে পাংশা থেকে সকল রেজিস্ট্রি কার্যক্রম করতে হতো। এতে এই উপজেলার মানুষ ভোগান্তির শিকার হতেন। আজ ক্যাম্প অফিস উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর সেই ভোগান্তি লাঘব হবে। এই ক্যাম্প অফিস স্থাপনের প্রচেষ্টা সফল হওয়ায় তিনি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ এবং জেলার মধ্যে সবচেয়ে কম খরচে রেজিস্ট্রির কার্যক্রম করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, সাব-রেজিস্ট্রি অফিসের এই ক্যাম্প অফিস স্থাপন হওয়ায় উপজেলাবাসীর দীর্ঘ দিনের দাবী পূরণ হলো। এ জন্য উপজেলাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও তিনি কালুখালী উপজেলাতে স্থায়ীভাবে খাদ্য গুদাম স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাজে দাবী জানান।
উল্লেখ্য, বর্তমানে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রারের দায়িত্ব পালনকারী মোঃ মনিরুজ্জামান প্রতি সপ্তাহের ১দিন (মঙ্গলবার) কালুখালী উপজেলার দলিল রেজিস্ট্রির কার্যক্রম সম্পন্ন করবেন। উদ্বোধনী দিনে ৪টি দলিল সম্পাদন করা হয়।