॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের বিনোদপুর ও লক্ষীকোল হরিসভা এলাকা থেকে গতকাল ৯ই ফেব্র“য়ারী সকালে ১৪০লিটার রেক্টিফাইড স্পিরিটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ এনামুল হক জানান, একই কার্যালয়ের পরিদর্শক মোঃ আমিরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী রেইডিং পার্টি গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৯ই ফেব্র“য়ারী সকাল ৭টার দিকে শহরের লক্ষীকোল হরিসভা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হরিসভার পরানের মুদি দোকানের সামনে মাথায় করে রেক্টিফাইড স্পিরিট নিয়ে যাওয়ার প্রাক্কালে সফিকুল ইসলাম ওরফে সফি(৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে পূর্ব লক্ষীকোল গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
অপর অভিযানে সকাল সাড়ে ৮টার দিকে বিনোদপুর ভাজনবাড়ী এলাকায় মাদক ব্যবসায়ী অসিত কুমার দাস ওরফে ভোলা(৪৫) এর বাসায় অভিযান চালিয়ে দুটি প্লাষ্টিকের কন্টেইনারের ভিতর থেকে ১০০লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।