॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামে নিজ বসতঘরে নূরজাহান বেগম(৭০) নামের এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
গত ২৩শে নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নূরজাহান বেগম ওই গ্রামের মৃতঃ বেলায়েত হোসেনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের ছেলে বারেক শেখ(৪৫) এবং তার স্ত্রী ও ১ ছেলেকে আটক করেছে।
বারেক শেখের দাবী, ভোর রাতে সে তার ২ ছেলে তৌহিদুর ও কৌশিককে নিয়ে বাড়ী থেকে আধা কিলোমিটার দূরের একটি ক্ষেতে ফুলকপি তুলতে যায়। কিছুক্ষণ পর তার স্ত্রী ফোন করে তাকে জানায় ঘরে কারা যেন লাঠি দিয়ে আঘাত করছে। দ্রুত ২ ছেলেকে বাড়ী যেতে বললে তারা গিয়ে বিছানার উপর তার মায়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। তখন তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে ঘটনা দেখে।
খবর পেয়ে সকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম আজমল হুদার নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত নূরজাহান বেগমের রক্তমাখা ব্লাউজ ও কম্বল জব্দ করে। সকাল সাড়ে ৯টার দিকে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা ডিবি’র কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের ছেলে বারেক শেখসহ পরিবারেরর অন্যান্য সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলেন। তিনি বলেন, আপনারা আতংকিত হবেন না-দ্রুত সময়ের মধ্যেই হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা হবে। এ সময় পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক নিহতের ছেলে বারেক শেখ, তার স্ত্রী ও বড় ছেলে তৌহিদুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বালিয়াকান্দি থানায় নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। অপরদিকে গতকাল (২৪শে নভেম্বর) সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে বালিয়াকান্দির ওসি একেএম আজমল হুদা, ডিবির ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম এবং বালিয়াকান্দি থানার এসআই নূর মোহাম্মদসহ পুলিশের একটি দল ফের ঘটনাস্থল পরিদর্শন করে রক্তমাখা একটি ব্লেড উদ্ধার করে।
পুলিশের গুরুত্বপূর্ণ একটি সূত্রে জানা গেছে, হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে হত্যার কারণ উদঘাটনসহ জড়িত সকলকে শনাক্ত করা সম্ভব হবে।