সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির জামালপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা॥ছেলে-পুত্রবধূ ও নাতি আটক

  • আপডেট সময় রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামে নিজ বসতঘরে নূরজাহান বেগম(৭০) নামের এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
গত ২৩শে নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নূরজাহান বেগম ওই গ্রামের মৃতঃ বেলায়েত হোসেনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের ছেলে বারেক শেখ(৪৫) এবং তার স্ত্রী ও ১ ছেলেকে আটক করেছে।
বারেক শেখের দাবী, ভোর রাতে সে তার ২ ছেলে তৌহিদুর ও কৌশিককে নিয়ে বাড়ী থেকে আধা কিলোমিটার দূরের একটি ক্ষেতে ফুলকপি তুলতে যায়। কিছুক্ষণ পর তার স্ত্রী ফোন করে তাকে জানায় ঘরে কারা যেন লাঠি দিয়ে আঘাত করছে। দ্রুত ২ ছেলেকে বাড়ী যেতে বললে তারা গিয়ে বিছানার উপর তার মায়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। তখন তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে ঘটনা দেখে।
খবর পেয়ে সকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম আজমল হুদার নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত নূরজাহান বেগমের রক্তমাখা ব্লাউজ ও কম্বল জব্দ করে। সকাল সাড়ে ৯টার দিকে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা ডিবি’র কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের ছেলে বারেক শেখসহ পরিবারেরর অন্যান্য সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলেন। তিনি বলেন, আপনারা আতংকিত হবেন না-দ্রুত সময়ের মধ্যেই হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতার করা হবে। এ সময় পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক নিহতের ছেলে বারেক শেখ, তার স্ত্রী ও বড় ছেলে তৌহিদুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বালিয়াকান্দি থানায় নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। অপরদিকে গতকাল (২৪শে নভেম্বর) সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে বালিয়াকান্দির ওসি একেএম আজমল হুদা, ডিবির ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম এবং বালিয়াকান্দি থানার এসআই নূর মোহাম্মদসহ পুলিশের একটি দল ফের ঘটনাস্থল পরিদর্শন করে রক্তমাখা একটি ব্লেড উদ্ধার করে।
পুলিশের গুরুত্বপূর্ণ একটি সূত্রে জানা গেছে, হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে হত্যার কারণ উদঘাটনসহ জড়িত সকলকে শনাক্ত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!