॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক(৬৮) আর নেই। গত ২১শে নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি —– রাজিউন)।
গতকাল ২২শে নভেম্বর দুপুর ২টায় গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সের মাঠে তার মরদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারের পর সেখানেই প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীেেগর সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান ইমাম চৌধুরী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ সামাদ মোল্লাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। এরপর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর হাফেজিয়া মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে তার মরদেহ পৈত্রিক বাড়ীর পাশের কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাকরী থেকে অবসরগ্রহণের পর দীর্ঘ দিন ধরে ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ৪ ছেলেসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।