মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে আলোচনা সভা রাজাকার মুক্ত জাতীয় সংসদের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

॥চঞ্চল সরদার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজাকার মুক্ত জাতীয় সংসদের দাবীতে গতকাল ১২ই নভেম্বর বিকেলে রাজবাড়ী জেলা উদীচী কার্যালয়ে আলোচনা সভা করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।
আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলী আকবর টগর, ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এডঃ রেজাউল করিম রেজা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় কমিটির সদস্য বাবু মল্লিক, রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধাকালীন কমান্ডার বাকাউল আবুল হাশেম, ঘাতক দালাল নির্মূল কমিটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সিদ্দিকী, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি এসএম দাউদ খান, কালুখালী উপজেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা রিয়াজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধীরেন্দ্র নাথ দাস, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পূর্ণিমা দত্ত প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সুনীল কুমার ও উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মুকুল বলেন, আমাদের ৭২ এর সংবিধান চর্চা করতে হবে এবং এটা মানুষের মাঝে পৌছে দিতে হবে। ৭২ এর সংবিধানের আলোকে সমাজ ও রাজনৈতিক চাই। যারাই ক্ষমতায় আসুক তাদের যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কোন সদস্য নির্বাচন করতে পারে না কেউ যদি করে তাহলে পদ থেকে তাকে সঁড়ে দাড়াতে হয়। আমরা বাংলাদেশকে বাঁচাতে নির্বাচনে কাজ করি। স্বাধীনতা বিরোধীরা যেন জাতীয় সংসদ নির্বাচনে না আসতে পারে সেটা আমরা চাই। মুক্তিযুদ্ধের চেতনা ৭২ এর সংবিধানের কথা তরুনদের কাছে পৌছে দিতে হবে। সমাজের কাছে পৌছে দিতে হবে। যারা বাংলাদেশ চালাবে বা বিরোধী দলে থাকবে তাদের স্বাধীনতার পক্ষে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!