মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিএনপি’র একাংশের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

॥শিহাবুর রহমান॥ বিগত ৫বছরে দলীয় কর্মকান্ডে অংশ নেননি এমনকি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতেও কোন আন্দোলন সংগ্রাম করেননি এমন ব্যক্তিও এখন বিএনপির মনোনয়নের জন্য ঘোরাঘুরি করছেন। এমন ব্যক্তিকে দলীয় মনোনয়ন না দেয়ার জন্য আমরা কেন্দ্রে জানাবো।
গতকাল ১২ই নভেম্বর সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির(খালেক-আসলাম) একাংশের আয়োজনে খানখানাপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অডঃ এম.এ খালেক এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এই ৫বছরে কেন্দ্রীয় সকল কর্মসূচী পালন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে আছেন। তার মুক্তির দাবীতে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলীয় কোন প্রোগ্রাম করেননি এবং অংশও নেননি।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই(খালেক-আসলাম গ্রুপ)। আমি নিজেও মনোনয়নের আবেদন ফরম কিনবো। এডঃ আসলামও কিনবে। আমাদের মধ্যে নমিনেশন যেই পাক আমরা তার পক্ষে কাজ করবো এবং রাজবাড়ী-১ আসনটি পুনরুদ্ধার করবো।
রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মোঃ আসলাম মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, যুগ্ম-সম্পাদক গোলাম কাশেম, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান লাল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হাসান আরিফ, জেলা বিএনপির সদস্য আব্দুর রব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুবেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, ছাত্র নেতা ফরিদুর রহমান ফরিদসহ জেলা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ আসলাম মিয়া বলেন, দলের মধ্যে বিভাজন তৈরী করে রেখেছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি আরো বলেন, কিছুদিন আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদও দলের মধ্যে বিভাজন করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে আমাদের মাঝে ফিরে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!