॥চঞ্চল সরদার॥ উচ্চ আদালতে রিট আবেদনের পর গত ৪ঠা নভেম্বর গ্রাম পুলিশ ও দফাদারদের বেতন বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খুশিতে গতকাল ৮ই নভেম্বর বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে তার নিজ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান গ্রাম পুলিশ ও দফাদারগণ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা আইসিটি) মোহাম্মদ সানোয়ার হোসেন, রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমান্ডার মোঃ উজ্জল খান, যুগ্ম-সাধারণ সম্পাদক কমান্ডার আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কমান্ডার মজিবর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক মানিক হোসেন, রাজবাড়ী সদর উপজেলার রিটবাস্তবায়ন কমিটির সহ-সভাপতি নরুল ইসলাম মুন্সী, ভারপ্রাপ্ত সহ-সভাপতি ওয়াজেদ আলী মীর, সাধারণ সম্পাদক আবুল কাশেম বিশ্বাস, মহিলা সম্পাদিকা ফাতেমা আক্তার মনি, সহ- সাংগাঠনিক সম্পাদক আলাউদ্দিন খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোঃ উজ্জল খান জানান, গ্রাম পুলিশগণ আগে বেতন পেত ৩হাজার টাকা। এখন তারা বেতন পায় সাড়ে ৬হাজার টাকা।
অপরদিকে দফাদাররা আগে বেতন পেত ৩৪০০ শত টাকা এখন বেতন পায় ৭হাজার টাকা। আমাদের বেতন বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে ধন্যবাদ জানাই।