বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রামদিয়ার ফার্নিচার মিস্ত্রী সমীর ৬দিন যাবৎ গুম দুইজনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া থেকে সমীর মন্ডল(৩৫) নামের এক ফার্নিচার মিস্ত্রী ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্ডিবাড়ী গ্রামের শিবানন্দ মন্ডলের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী শিউলী মন্ডল ২জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
শিউলি মন্ডল জানান, তার স্বামী সমীর মন্ডল রামদিয়া বাজারের রিপনের ফার্নিচারের দোকানে কাজ করেন। দেড় বছর ধরে তারা ইসলামপুর ইউনিয়নের কুদ্দুস বিশ্বাসের বাড়ীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। গত ১লা নভেম্বর রাত ৯টার দিকে রামদিয়া গ্রামের আকবরের ছেলে ঘুরনে ও বাটুলের ছেলে দীপক মোবাইল ফোনে বাইসাইকেল নেওয়ার কথা বলে তার স্বামীকে রামদিয়া ব্রিজ ঘাটে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ীতে ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। অনেক খোঁজ করেও তার সন্ধান মেলেনি। তাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি। ৬দিন পার হয়ে গেলেও স্বামীর সন্ধান না পাওয়ায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। থানায় অভিযোগ দায়ের করায় দীপক আমাকে মোবাইল ফোনে হুমকি প্রদান করছে। এ বিষয়ে নিখোঁজ সমীরের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলেও থানায় মামলা বা জিডি হয়নি।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার এস.আই কায়সার হামিদ জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তিনি আরো জানান, অভিযুক্ত ঘুরনে ও দীপক পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!