॥শিহাবুর রহমান॥ গ্রাহকের প্রায় সোয়া ৮লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার(প্রগতি) মহাসিন আলম(২৯)।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল ৫ই নভেম্বর দুপুরে তার স্ত্রী তানিয়া বেগমকে পুলিশ গ্রেফতার করেছে। একই দিন বিকেলে আদালতের মাধ্যমে কোলের শিশু সন্তানসহ তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও একই দিন ইলিশকোল ব্র্যাক অফিসের এরিয়া ম্যানেজার হুমায়ুন কবীর(৩৭) বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বালিয়াকান্দি থানার মামলা নং-৪, তাং-৫/১১/২০১৮ইং, ধারাঃ ৪০৬/৪২০ পেনাল কোড।
মামলার আসামীরা হলো ইলিশকোল ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার(প্রগতি) খুলনা জেলার কয়রা উপজেলার বায়লাহারানিয়া গ্রামের ফজর আলী সানার ছেলে মহাসিন আলম(২৯), তার পিতা ফজর আলী সানা(৭০), স্ত্রী তানিয়া বেগম(২৮) এবং চাচাতো ভাই মনিরুজ্জামান মনি(৩৫)।
মামলা সুত্রে জানা যায়, মহাসিন আলম ইলিশকোল ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় এলাকার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ৮লক্ষ ২৪হাজার ৪০০টাকা আদায় করে অফিসে না জমা দিয়ে নিজের কাছে গচ্ছিত রাখেন। এ টাকাসহ মোটর সাইকেল কেনা বাবদ অফিসের ঋণের দেড় লক্ষ টাকা সর্বমোট ৯লক্ষ ৭৮হাজার ৪০০টাকা নিয়ে গত ২৯শে অক্টোবর দুপুরে কাউকে কিছু না বলে সে আত্মগোপন করে। এ ঘটনার পর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে।
বালিয়াকান্দি থানার এস.আই মোঃ রেজাউল করিম জানান, ইলিশকোল ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার মহাসিন আলমের বিরুদ্ধে টাকা আত্মসাতের ঘটনায় ওই অফিসের এরিয়া ম্যানেজার হুমায়ুন কবীর বাদী হয়ে ৪জনের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মহাসিন আলমের স্ত্রী তানিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে।