॥শিহাবুর রহমান॥ দুধের সাথে গর্ভপাতের ওষুধ খাওয়ায়ে পুত্রবধুর পেটের বাচ্চা নষ্ট করার অভিযোগে স্বামী, শ্বাশুড়ী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল ৬ই ফেব্র“য়ারী মনোয়ারা বেগম(৬০) নামে এক মহিলা রাজবাড়ীর ২নং আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, গত ১বছর আগে পাংশা উপজেলার চরঝিকরী গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (২৫)-এর সাথে একই উপজেলার খান্দুয়া গ্রামের হবিবর মন্ডলের মেয়ে মেরিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর সে গর্ভবর্তী হলে শ্বশুড় বাড়ীর লোকজন তার পেটের বাচ্চা নষ্ট করার জন্য পরিকল্পনা করে। গত ১৪ই মার্চ দুপুর ২টার দিকে মেরিনার শ্বাশুড়ী হাবিয়া বেগম(৫৫) দুধের সাথে গর্ভপাতের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ায়। এর ১ঘন্টার মধ্যে তার পেটের বাচ্চা নষ্ট হয়ে ভুমিষ্ঠ হয়।
এ ঘটনায় মেরিনার মা মনোয়ারা বেগম বাদী হয়ে মানিক বিশ্বাস ও তার মা হাবিয়া বেগম এবং তার বাবা রাজ্জাক বিশ্বাসকে আসামী করে ৩১২/৩১৩/৩১৪/৩১৫/১০৯ ধারায় মামলাটি দায়ের করেন।