॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে ৯ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ অভিযুক্ত সোহরাব মন্ডল (৩২)কে গ্রেফতার করেছে। সে বহরপুর ইউনিয়নের বংকুর গ্রামের মোসলেম মন্ডল ওরফে মেছো মন্ডলের ছেলে। গতকাল ৩রা নভেম্বর দুপুরে বালিয়াকান্দি থানার পুলিশ বহপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে প্রকাশ, মাদ্রাসায় আসা-যাওয়ার পথে সোহরাব মন্ডল তাকে বিয়ের কথা বলে ফুসলাতো ও কু-প্রস্তাব দিত। ওই ছাত্রী এতে রাজী না হওয়ায় সে ক্ষুদ্ধ হয়। গত ২৫শে অক্টোবর দুপুরে ওই ছাত্রী মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামস্থ কালী মন্দিরের নিকট থেকে সোহরাব ও তার সহযোগিরা একটি মাইক্রোবাসে করে তাকে মানিকগঞ্জ জেলার অজ্ঞাতনামা এক ব্যক্তির বাড়ীতে নিয়ে যায়। সেখানে সোহরাব তাকে একাধিকবার ধর্ষণ করে। গত ২রা নভেম্বর ওই ছাত্রী ওই বাড়ী থেকে কৌশলে তার বড় বোনের সহায়তায় বাড়ীতে ফিরে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে গতকাল সকালে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করে (মামলা নং-২, তাং-৩/১১/২০১৮ইং)।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, ওই মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় থানার এস.আই হিরণ চন্দ্র এবং এস.আই অংকুর ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বহরপুর বাজার থেকে আসামী সোহরাব মন্ডলকে গ্রেফতার করে।