॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৩রা নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, জাতীয় ৪নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ মোল্লা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দী জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়।