॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের যৌথ কর্মীসভা গতকাল ২রা নভেম্বর বিকেলে পাংশা পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে যৌথ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
কর্মী সভায় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম সুফী, নবাবপুর ইউপির চেয়ারম্যান আলী হোসেন আলী, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব ও রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা প্রমূখ বক্তব্য রাখেন।
যৌথ কর্মী সভায় প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, ডিসেম্বর মাসের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয়ের জন্য নির্বাচনী কাজ করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। কারণ এলাকার উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। এদেশকে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচিত করতে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমপি মোঃ জিল্লুল হাকিম আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন, নোমিনেশন নিয়ে বিভ্রান্তি ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কানটাটুদের পরিণতি ভালো হবে না।
তিনি বলেন, দলকে সুসংগঠিত করেছি। এলাকার মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে তার জন্য কাজ করছি। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও শতভাগ বিদ্যুতায়নে কাজ করছি। দলীয় মনোনয়ন নিয়ে বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য সকলকে পরামর্শ দেন তিনি।
এমপি মোঃ জিল্লুল হাকিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের গুরুত্বারোপ করে বলেন, যে সমস্ত এলাকায় এখনো সেন্টার কমিটি গঠন করা হয় নাই সেই সমস্ত এলাকায় দ্রুত শক্তিশালী সেন্টার কমিটি গঠন করতে হবে। সেন্টার কমিটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে দায়িত্বপালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা দিবে। সেই সাথে ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়ার জন্য কাজ করবে।
তিনি আরো বলেন, আসন্ন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। বিএনপি নির্বাচনে আসবে। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সন্ত্রাস-চাঁদাবাজী, খুন-রাহাজানীর কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জেল হয়েছে। বাসে-ট্রেনে পেট্রোল ঢেলে মানুষ হত্যা, জাতীয় সম্পদ ধ্বংস করার কারণে দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নতুন করে ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জনসাধারণকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কর্মী সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এমপি জিল্লুল হাকিম।
কর্মী সভা উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস। কর্মী সভায় পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, দলীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার, পাংশা পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সকল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহসহ পুলিশ দল উপস্থিত ছিলেন।