মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩১শে অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত মহিলা সমিতিগুলোর মধ্যে ২০১৭-২০১৮ অর্থ বছরের সাধারণ ও স্বেচ্ছাধীন অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও প্রতিমন্ত্রীর সহধর্মিনী মিসেস রেবেকা সুলতানা সাজু। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস। অন্যান্যের মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান ও জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানসহ মহিলা সমিতিগুলোর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, রেজিস্ট্রেশন নিয়ে অনুদান নেয়াই শেষ কথা নয়-এ ই অনুদানকে কাজে লাগিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে। ইনশাল্লাহ্ শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন। তিনি নারীর ক্ষমতায়নসহ তাদের কল্যাণে অনেক কাজ করছেন। তার নেতৃত্বেই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। যেহেতু দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী, সেহেতু দেশ গড়ায় তাদেরও সমান ভূমিকা রয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখলে হলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, জননেত্রী শেখ হাসিনা নারীদের জন্য সুযোগ করে না দিলে আমরা এভাবে এগিয়ে যেতে পারতাম না। শুধু নারীর উন্নয়নই নয়, দেশের সব মানুষের জন্যই তিনি কাজ করছেন। আপনারা যে অনুদান পেলেন সেটাকে কাজে লাগাবেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমান সরকার নারীদের জন্য কাজ করছে। নারীদেরকে সম্মানিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন করেছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। দেশের অন্যতম প্রধান ২টি আর্থিক খাত হলো গার্মেন্টস ও রেমিটেন্স। তার মধ্যে গার্মেন্টসের ৮০ শতাংশ কাজই নারীরা করছেন, রেমিটেন্সেও তাদের অনেক ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে নিবন্ধিত ৭৭টি মহিলা সমিতির মধ্যে মোট ১৪লক্ষ ৭০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!