॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় গত ৩০শে অক্টোবর সকালে ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ পালিত হয়। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে র্যালী বের করা হয়। র্যালী শেষে পাংশা উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা সমবায় অফিসার এস.এম কামরুন্নাহার, পাংশা উপজেলা মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মাসুদ রেজা, পাংশা উপজেলা ব্র্যাক ওয়াস কর্মসূচি সংগঠক মোছাঃ তাসলিমা খাতুন, রাজবাড়ী সদর উপজেলা ব্র্যাক ওয়াস কর্মসূচি সংগঠক শাহানা পারভীন, শৈলকুপার ব্র্যাক ওয়াস কর্মসূচি সংগঠক মোঃ আলমগীর হোসেন ও কালুখালীর সহকারী কর্মসূচি সংগঠক শিমুল কুমার প্রামানিকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ব্র্যাক ওয়াস কর্মসূচির কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।