॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩০শে অক্টোবর ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের করা হয় র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদের শিশু পার্কে মেলা উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন শেষে এস.এ চৌধুরী উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস ও উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক মোহাম্মদ সোহেল মিয়া। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দিনব্যাপী মেলায় পিঠা, কুটির শিল্পসহ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য নিয়ে ১০টি স্টল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ব্রান্ডিং-এর বিষয়সমূহ জনগণকে অবহিতকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।