॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পেয়েছে।
গত ২৩শে অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারী মাধ্যমিক-১ শাখার উপসচিব আনোয়ারুল হকের ৩৭.০০.০০০০.০৭২.০৬.০৩৮.১৭.২৭২নং পত্রে এই অনুমতি প্রদান করা হয়েছে। এর ফলে আগামী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়টি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তি ও পাঠদান করতে পারবে।
এই অনুমতি পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।