বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফরিদপুর-রাজবাড়ী ও কালুখালী-ভাটিয়াপাড়া লাইনে ২৪ঘন্টায় ৩টি ট্রেন চালুর দাবীতে সিপিবি’র রেলযাত্রা

  • আপডেট সময় শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

॥শিহাবুর রহমান॥ ফরিদপুর-রাজবাড়ী ও কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে ২৪ ঘন্টায় ৩টি ট্রেন চালুসহ ৩দফা দাবীতে রেলযাত্রা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
গতকাল ২৬শে অক্টোবর সকাল ৯টায় ফরিদপুর রেলস্টেশন থেকে এ রেলযাত্রা শুরু হয়। ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা সিপিবির আয়োজনে রেলযাত্রাটি ভাটিয়াপাড়া রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রেলযাত্রাটি রাজবাড়ী রেলস্টেশনে আসলে জেলা সিপিবি’র নেতৃবৃন্দ তাদেরকে অভিনন্দন জানান। পরে স্টেশনে উপস্থিত মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত বক্তব্য দেন সিপিবির নেতারা।
এ সময় সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম লায়েক, ফরিদপুর শহর কমিটির সাধারণ সম্পাদক নূর আব্দুল্লাহ সাঈদ, ফরিদপুর কৃষক সমিতির সভাপতি এডঃ মানিক মজুমদার, বৃহত্তর ফরিদপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, ফরিদপুর জেলা উদীচীর সভাপতি প্রফেসর আঃ মোতালেব, ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বলাই পাল, সাংগঠনিক সম্পাদক আবরার নাদিম ইতু, রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আঃ সামাদ মিয়া, সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, সাবেক সভাপতি আবুল কালাম, রাজবাড়ী কৃষক সমিতির সভাপতি আঃ ছাত্তার মন্ডল ও রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সিপিবির ফরিদপুর জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম লায়েক জানান, ফরিদপুর-রাজবাড়ী ও কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে ২৪ঘন্টায় ৩টি ট্রেন চালু করাসহ ৩দফা দাবীর মধ্যে রয়েছে ভাঙ্গা-ফরিদপুর রুটে দ্রুত রেল চালু করতে হবে এবং অম্বিকাপুর রেলস্টেশনে ট্রেন থামাতে হবে। এসব দাবী মানা না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!