॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২৪শে অক্টোবর বিকালে জেলা রেজিস্ট্রারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান এবং জেলা রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) গোলাম মাহবুবসহ রেজিস্ট্রার অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক জেলা রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
তিনি বলেন, অফিসে আগত সেবাগ্রহীতাদের সেবা প্রদানকালে কোন ধরণের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ করে কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সবাই রাজবাড়ীর বাসিন্দা। নিজ এলাকার মানুষের সেবার ব্রত নিয়ে আপনারা দায়িত্ব পালন করবেন সেটিই সরকার চায়।
জেলা প্রশাসক রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে জেলার নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশ্যে বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কোন নিকাহ রেজিস্ট্রার বাল্য বিবাহ নিবন্ধন করলে এখন থেকে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড দেয়া হবে। বিষয়টি সকল নিকাহ রেজিস্ট্রারকে অবহিত করার জন্য তিনি জেলা রেজিস্ট্রারকে নির্দেশ দেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসককে রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক জেলা রেজিস্ট্রারের অফিসের রেকর্ডপত্র পরীক্ষা-নিরীক্ষা এবং অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।