বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আসামী গ্রেফতার হয়নি॥বিনোদপুরের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বিনোদপুরের ছাব্বির নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় তার পিতা মন্টু ড্রাইভার বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
রাজবাড়ী থানার মামলা নং-২৪, তাং-২১/১০/২০১৮ ইং, ধারা ঃ ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড। মামলায় মাইছ্যাঘাটার রাহাত(২৫), জুয়েল(২৮), মেহেদী (২৪) ও নাহিদ (২৪)সহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, আসামীরা ইতিপূর্বে ছাব্বিরকে মারপিট করে জখম করলে মন্টু ড্রাইভার বাদী হয়ে তাদের বিরুদ্ধে আদালতে মিস.পি-৩৫৬/১৭নং মামলা দায়ের করে। এই মামলা করার কারণে আসামীরা ছাব্বিরকে পুনরায় মারপিট করার পাঁয়তারা করতে থাকে। গত ১৮ই অক্টোবর রাত ৮টার দিকে ছাব্বির রাজবাড়ী বাজার থেকে বাড়ী ফেরার পথে গোলজার হাজীর মিলের নিকট পৌঁছালে আসামীরা তাকে ঘিরে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কোপানোসহ ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ছাব্বিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে সাদী নামের একজন এডভোকেট ছাব্বিরকে জখম অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ খবর লেখা পর্যন্ত পুলিশ মামলার কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!