॥স্টাফ রিপোর্টার॥ ‘উপজেলা দিবস’ উপলক্ষে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল ২৩শে অক্টোবর সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজবাড়ী জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টন।
জেলা ওলামা পার্টির সভাপতি মাওলানা মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির নেতা আক্কাস আলী সরদার, জেলা যুব সংহতির সাবেক সভাপতি আসাদুল হক মিলন, মোহাম্মদ আলী মোল্লা ও আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টন বলেন, ঘুনেধরা প্রাগৈতিহাসিক প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে আধুনিক রাষ্ট্রের সময়োপযোগী উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। যার সুফল আজ দেশের মানুষ ভোগ করছেন। তাই দেশের উন্নয়নের জন্য হুসেইন মুহম্মদ এরশাদকেই আবার ক্ষমতায় দেখতে চায় দেশবাসী।