॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা এলাকায় শতভাগ বিদ্যুতায়নের অংশ হিসেবে পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডের সাবেক নারায়নপুর, পার নারায়নপুর, মৃগীডাঙ্গা ও মৌকুড়ী ৪টি গ্রামে শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম পরিচালনায় গতকাল মঙ্গলবার রাত ৮টায় মৌকুড়ী এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ডিডিসি লিমিটেডের কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে পাংশার আবাসিক প্রকৌশলী(আরই) পরিমল কুমার বিশ্বাস বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর, খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নজরুল ইসলাম, মোঃ হাসান আলী মাস্টার, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তামেজ আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী অশোক পাল ও মোঃ সোহরাব হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মোল্লা।
প্রধান অতিথি পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় পাংশা পৌরসভার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে চলছে। পাংশা পৌরসভায় শতভাগ বিদ্যুতায়নের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডের সাবেক নারায়নপুর, পার নারায়নপুর, মৃগীডাঙ্গা ও মৌকুড়ী ৪টি গ্রামে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের কাজ খুব শিঘ্রই শুরু হবে। এ ক্ষেত্রে অত্র এলাকার একটি বাড়িও যাতে বিদ্যুৎ সংযোগ থেকে বাদ না পড়ে সে জন্য সর্বস্তরের মানুষের পরামর্শ ও চাহিদা জানতে এখানে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথি আবাসিক প্রকৌশলী পরিমল কুমার বিশ্বাস বলেন, পাংশা পৌরসভায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে ইতোমধ্যে ৩৮টি ট্রান্সফরমার, ১হাজার ৮শত পিলার বরাদ্দ হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। কোনো বাড়ী যেন বিদ্যুৎ থেকে বঞ্চিত না হয়- সে বিষয়টি লক্ষ্য রেখে এখনই এস্টিমেট তৈরী করতে হবে। মতবিনিময় সভায় গ্রামবাসী লোকজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।