শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত॥বিভিন্ন বিষয়ে আলোচনা

  • আপডেট সময় সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল ২১শে অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ রাকিব খান, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, কয়েকদিন আগে বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলক্রসিং-এ ট্রেনের সঙ্গে জুট মিলের শ্রমিকবাহী অনুমোদনবিহীন স্যালোমেশিন দ্বারা তৈরী গ্রামবাংলা গাড়ীর সংঘর্ষে ৪ জন শ্রমিক নিহত ও কয়েকজন আহত হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হচ্ছে। জুট মিল কর্তৃপক্ষ ইতিমধ্যে নিহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে দিয়েছে এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। এ ছাড়াও নিহতদের পরিবারের ভরণপোষণ ও সন্তানদের লেখাপড়ার জন্য যাতে প্রতি মাসেই মিল কর্তৃপক্ষ কিছু কিছু করে আর্থিক সহায়তা দেয় তার ব্যবস্থা করা হবে। চলমান মা ইলিশ আহরণ নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেরা যাতে নদীতে না নামে সে জন্য তাদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তারপরও অনেক জেলে ও মৎস্যজীবীসহ সুযোগ সন্ধানীরা লোভের বশবর্তী হয়ে নদী থেকে মা ইলিশ ধরছে। এদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ দিন-রাত অভিযান পরিচালনা করছে এবং ধরে ধরে জেল-জরিমানা করা হচ্ছে। তবে পূর্বের তুলনায় সচেতনতা বৃদ্ধি পাওয়ায় জেলেদের মধ্যে মা ইলিশ আহরণের প্রবণতা কিছুটা কমেছে। সামনেই জাতীয় সংসদ নির্বাচন। কিছু দিনের মধ্যেই তফসীল ঘোষিত হবে। এই নির্বাচনে যে সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীগণ নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদেরকে যথাযথভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। ইতিপূর্বে রাজবাড়ী সদরের যে ২ জন প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ উঠেছিল তাদেরকে জেলার দূরবর্তী স্থানে বদলী করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি এসেছে। সেই চিঠির আলোকে তাদেরকে দ্রুত দূরবর্তী স্থানে বদলীর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হলো। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর থেকে মুরগীর ফার্ম পর্যন্ত ফোরলেন এবং পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত সম্প্রসারণ ও উন্নয়নের কাজের আরও বাড়ানোসহ নির্দিষ্ট সময়ে যাতে কাজ শেষ হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হলো। এ ছাড়াও সভায় পৌরসভা কর্তৃক পৌর এলাকার মধ্যকার ফোরলেনের কাজের পাইপলাইন মেরামত, শহর রক্ষা বাঁধের ভাঙ্গন প্রতিরোধে নতুন স্থায়ী প্রটেকশনের কাজের অগ্রগতি ও ভেঙ্গে যাওয়া অংশগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!