বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ৪৮০ জন কৃষাণীকে গুটি ইউরিয়া ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হয়েছে

  • আপডেট সময় সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ আইএফডিসি’র আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও ওয়ালমার্ট ফাউন্ডেশনের অর্থায়নে গত আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার ৪৮০ জন কৃষাণীকে গুটি ইউরিয়া সার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণ গ্রহণকারী মালতি রাণী নামের একজন কৃষাণী বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা গুটি ইউরিয়া সারের ব্যবহার সম্পর্কে সচেতন হয়েছি এবং হাতে-কলমে গুটি ইউরিয়া সারের ব্যবহার শিখতে পেরেছি।
গুটি ইউরিয়ার জেলা ফিল্ড মনিটরিং কর্মকর্তা খান আতাউর রহমান জানান, রাজবাড়ী সদর উপজেলার ২৮০ জন ও বালিয়াকান্দি উপজেলার ২০০ জন কৃষাণীকে আমরা হাতে-কলমে গুটি ইউরিয়া সার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করেছি। এতে কৃষাণীরা কৃষি কাজে ভালো ফলন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলার ২০০ জন কৃষাণীকে গুটি ইউরিয়া সারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণের শিক্ষণীয় বিষয়গুলো কৃষি ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ কররতে পারলে প্রশিক্ষণপ্রাপ্তরা লাভবান হতে পারবে।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বাহাউদ্দিন বলেন, উপজেলার ২৮০ জন কৃষাণীকে প্রশিক্ষণের মাধ্যমে গুটি ইউরিয়া সারের গুণগতমান সম্পর্কে সচেতন করা হয়েছে। গুটি ইউরিয়া সার ব্যবহার করলে ফসলের ফলন ভালো হবে। যা দেশের কৃষির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!