॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ আইএফডিসি’র আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও ওয়ালমার্ট ফাউন্ডেশনের অর্থায়নে গত আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলার ৪৮০ জন কৃষাণীকে গুটি ইউরিয়া সার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণ গ্রহণকারী মালতি রাণী নামের একজন কৃষাণী বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা গুটি ইউরিয়া সারের ব্যবহার সম্পর্কে সচেতন হয়েছি এবং হাতে-কলমে গুটি ইউরিয়া সারের ব্যবহার শিখতে পেরেছি।
গুটি ইউরিয়ার জেলা ফিল্ড মনিটরিং কর্মকর্তা খান আতাউর রহমান জানান, রাজবাড়ী সদর উপজেলার ২৮০ জন ও বালিয়াকান্দি উপজেলার ২০০ জন কৃষাণীকে আমরা হাতে-কলমে গুটি ইউরিয়া সার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করেছি। এতে কৃষাণীরা কৃষি কাজে ভালো ফলন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলার ২০০ জন কৃষাণীকে গুটি ইউরিয়া সারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণের শিক্ষণীয় বিষয়গুলো কৃষি ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ কররতে পারলে প্রশিক্ষণপ্রাপ্তরা লাভবান হতে পারবে।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বাহাউদ্দিন বলেন, উপজেলার ২৮০ জন কৃষাণীকে প্রশিক্ষণের মাধ্যমে গুটি ইউরিয়া সারের গুণগতমান সম্পর্কে সচেতন করা হয়েছে। গুটি ইউরিয়া সার ব্যবহার করলে ফসলের ফলন ভালো হবে। যা দেশের কৃষির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।