বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

  • আপডেট সময় রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল ২০শে অক্টোবর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৮০৫ জন ভোটারের মধ্যে ৬৫৮জন ভোটার ভোট দেন। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্যের ৪টি পদের বিপরীতে ৫জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যের ১টি পদের বিপরীতে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাদের মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে মোক্তার হোসেন ৪৭১, মানিক সিকদার ৪৩৪, আমিনুর রহমান ফারুক ৩৪৮ ও কাজী মিজানুর রহমান ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। পরাজিত ওমর ফারুক পান ২৪১ ভোট।
অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আসমা খাতুন ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি নাজমা আক্তার পান ৩০১ ভোট। এছাড়া দাতা সদস্য পদে মোঃ আনিচুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার এবং সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেন, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অখিল কুমার কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. সাজেদুর রহমান, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর চিত্ত রঞ্জন মিস্ত্রী, অফিস সহায়ক মোখলেছুর রহমান ও রেজাউল ইসলামসহ বালিয়াকান্দি থানার পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!