সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় ২জন নিহত॥রাজবাড়ীর আইনজীবীসহ ৭জন হাসপাতালে

  • আপডেট সময় রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

॥গোপালগঞ্জ প্রতিনিধি॥ গতকাল ২০শে অক্টোবর দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ১জন এনজিও কর্মকর্তা ও ১জন ভ্যান চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন রাজবাড়ীর আইনজীবী মোঃ মোস্তফা কবিরসহ ৭জন।
নিহতরা হলেন ঃ মোটর সাইকেল চালক এনজিও জাগরণী ফাউন্ডেশনের গোপালগঞ্জ সদরের কাঠিবাজার শাখার ব্যবস্থাপক ও যশোর সদরের রূপদিয়া এলাকার আবদুল মোড়লের ছেলে নূরুল ইসলাম(৪৫) এবং কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে রাকিব শেখ(৪০)। তাদের মধ্যে ভ্যান চালক রাকিব শেখ তার ভ্যান নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং নূরুল ইসলাম মোটর সাইকেলযোগে গোপালগঞ্জের দিকে আসছিলেন।
কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, বেলা আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর নামক এলাকার রাতইল পশ্চিমপাড়া ধূসর ব্রীজের কাছে দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়াগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যান ও মোটর সাইকেল ছিটকে খাদে পড়ে যায়। মোটর সাইকেলের চালক নূরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তিনি আর ভ্যান চালক রাকিব শেখকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটানো মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঢুকে পড়লে মাইক্রোতে থাকা রাজবাড়ীর আইনজীবী মোঃ মোস্তফা কবিরসহ ৭জন আহত হন। তাদেরকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলো ঃ এডঃ মোস্তফা কবির(৪৮), আল আমিন(১৫), সিরাজুল ইসলাম(৪৫), আফরোজা(১৭), সোহানা(১৫), জান্নাতী মাওয়া(১১) ও সাদিয়া(৮)। আইনজীবী মোঃ মোস্তফা কবীর মাইক্রোবাস যোগে টুঙ্গিপাড়া এসেছিলেন। সেখান থেকে রাজবাড়ী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ওসি মোঃ আজিজুর রহমান জানান, দুর্ঘটনাকারী মাইক্রোবাস, দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল ও ভান থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!