সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে মসলা জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট সময় শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে গত ১৮ই অক্টোবর কৃষি অফিসের প্রশিক্ষণ উপজেলার হল রুমে মসলা জাতীয় ফসলের উৎপাদনের কলাকৌশলের উপর কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোঃ রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিআরএ’র মূখ্য নির্বাহী কর্মকর্তা(সিইও) একেএম শরীফুল ইসলাম, আইডিআরএ’র পরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মোঃ ফজজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের(বিএআরআই) প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্রনাথ মজুমদার, ফরিদপুর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. মোঃ আলাউদ্দিন খান, মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। অতিথিদের বক্তব্যের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষণে পেঁয়াজ, মরিচ, রসুন, ধনিয়া, কালোজিরাসহ মসলা জাতীয় বিভিন্ন ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলের উপর বিজ্ঞানীগণ সরাসরি প্রশিক্ষণ প্রদান করেন। কৃষকদের মাঠের সমস্যাদী ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়। ৩২জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!