॥স্টাফ রিপোর্টার॥ সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় অর্থ বিভাগ ও রাজবাড়ী জেলা হিসাব রক্ষণ অফিসের আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে ‘নতুন বাজেট ও হিসাব রক্ষণ শ্রেণী বিন্যাস পদ্ধতি(বিএসিএস)’ এর উপর জেলা পর্যায়ের কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
গতকাল ১৮ই অক্টোবর বিকালে সমাপনী অনুষ্ঠানে সিএন্ডজি’র কার্যালয়ের উপ-পরিচালক(এমআইএস), স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব এসএম জাহাঙ্গীর হোসেন, আইটি কনসালট্যান্ট মোঃ সাইফুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট মোঃ সম্রাট রেজা রবিন প্রমুখ বক্তব্য রাখেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দপ্তরের বাজেট ও হিসাব সংশ্লিষ্ট কর্মকর্তাগণ(১ম শ্রেণী বা তদূর্ধ্ব) উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আজগর আলী। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।