॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু গতকাল ১৮ই অক্টোবর দুপুরে শহরের ভাই ভাই সংঘ পূজা মন্দিরে পরিবারের সকলকে নিয়ে শারদীয় দুর্গোৎসবের নবমীর পূজা শেষে ‘মা লক্ষীর ভরা’ পূজা করেন। পূজা ও মন্ত্রপাঠ শেষে ‘মা লক্ষীর ভরা’ মাথায় নিয়ে নিজ গৃহে গমন করেন তিনি।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের সকলকে নিয়ে শহরের ভাই ভাই সংঘ পূজা মন্দিরে যান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু। মন্দিরের পুরহিত ডাঃ সুধীর কুমার চক্রবর্তী মন্ত্র পাঠ কার্যক্রম পরিচালনা করেন। পূজা ও মন্ত্রপাঠ শেষে ‘মা লক্ষীর ভরা’ মাথায় নিয়ে নিজ গৃহে গমন করেন নির্মল কুমার কুন্ডুর নেতৃত্বে পরিবারের সকল সদস্য।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু জানান, প্রতি বছরের ন্যায় এবারও পরিবারের সকল সদস্যকে নিয়ে পূজা মন্দিরে মা-দুর্গার নবমীর পূজা সমাপনান্তে ‘মা লক্ষীর ভরা’ মাথায় উত্তোলন করে আমরা পরিবারের সকলে এক সাথে নিজ গৃহে গমন করেছি।
মন্দিরের পুরহিত ডাঃ সুধীর কুমার চক্রবর্তী জানান, নবমীর পূজা শেষে ‘মা লক্ষীর ভরা’ মাথায় নিয়ে নিজ গৃহে প্রবেশ করাই হলো এ পূজার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এ পূজার মাধ্যমে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি ঘটে।