বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

  • আপডেট সময় শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী শহরের ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে গতকাল ১৮ই অক্টোবর দুপুরে মন্দিরের প্রধান উপদেষ্টা শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।
মন্দির কমিটির সভাপতি সুকুমার সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার কর্মকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস রাহুল। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীবৃন্দ ও পূজার ভক্ত-দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নাই। সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। সকল ধর্মের মানুষই এই উৎসবে অংশগ্রহণ করছেন। যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায় তারা জাতির শত্রু। তাদেরকে দমন করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়াও তিনি পূজা ও মন্দিরের উন্নয়নে ২০হাজার টাকা অনুদান দেন এবং পরবর্তীতে আরও অনুদান দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে মন্দির কমিটির পক্ষ থেকে জয়দেব কর্মকার শিক্ষা প্রতিমন্ত্রীকে স্বর্ণের নৌকার কোটপিন উপহার দেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ পূজামন্ডপসহ ৪যুগের অবতার ও বিভিন্ন দেব-দেবীর ৭৬ খন্ড প্রতিমা পরিদর্শন করেন।
উল্লেখ্য, প্রতিদিন বিপুল সংখ্যক ভক্ত-দর্শনার্থী পূজামন্ডপটি পরিদর্শন করছেন। ৮দিনব্যাপী প্রতিমাগুলো প্রদর্শন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!