॥স্টাফ রিপোর্টার॥ পুত্রবধূকে শ্বাসরোধে হত্যার পর আগুন দিয়ে পোড়ানোর মামলায় শ্বশুর ও শাশুড়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
গতকাল ১৬ই অক্টোবর বিকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হক এই দন্ডাদেশ প্রদান করেন। ঘটনার সাড়ে ৪বছর পর চাঞ্চল্যকর এই মামালার রায় ঘোষণা করা হলো।
দন্ডিতরা হলো ঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের জামাল হাওলাদার(৫৫) ও তার স্ত্রী আমেনা বেগম(৪৫)।
মামলা সূত্রে জানা গেছে, দন্ডিত জামাল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের স্ত্রী আদুলী খাতুন (২২)কে ২০১৪ সালের ১৮ই ফেব্রুয়ারী রাতে শ্বশুর জামাল হাওলাদার ও শাশুড়ী আমেনা বেগম ঘরের মধ্যে শ্বাসরোধে হত্যার পর বাইরে এনে গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই সময় নিহত আদুলীর স্বামী রাসেল হাওলাদার চাকরী সূত্রে ঢাকায় থাকতো। মেয়ে রাবেয়া খাতুন(৪) ও ৫ মাস বয়সী ছেলে রমজানকে নিয়ে আদুলী শ্বশুর-শাশুড়ীর সাথে থাকতো। আদুলীর পিতার বাড়ীও ছিল একই এলাকায়। পিতার নাম আজিজুল মন্ডল। ঘটনার প্রায় ৬বছর আগে প্রতিবেশী রাসেলের সাথে আদুলীর বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই কারণে-অকারণে শ্বশুর জামাল ও শ্বাশুড়ী আমেনা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। আদুলী নিহত হওয়ার ঘটনায় তার চাচা অজুদ মন্ডল বাদী হয়ে জামাল ও আমেনাকে আসামী করে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা থানার তৎকালীন এস.আই(বর্তমানে রাজবাড়ী ডিবির ওসি) কামাল হোসেন ভুঁইয়া একই বছরের ৭ই মে দুই আসামীর বিরুদ্ধেই আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলার দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামীদের উপস্থিতিতে বাংলাদেশ দন্ড বিধির সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেকেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।