॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও হাতধোয়া নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ব্র্যাকের সহযোগিতায় গতকাল ১৫ই অক্টোবর সকালে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়া কার্যক্রম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুছাইনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম তৈয়বুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা ব্র্যাক প্রতিনিধি নেফাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, ব্র্যাকের ওয়াশ কর্মসূচীর রাজবাড়ী সদর উপজেলা কার্যালয়ের কর্মসূচী সংগঠক শাহানা পারভীন, কোয়ালিটি কন্ট্রোলার মোঃ আরিফুল ইসলাম, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভার পূর্বে সঠিকভাবে হাত ধোয়া দেখানো হয়। এ ছাড়াও আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষে কালেক্টরেটের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।